দুপুরে ঘুমানোর উপকারিতা ও অপকারিতা..!
দুপুরে ঘুমানোর উপকারিতা ও অপকারিতা..!
কেউ বলে দুপুরে ঘুমানো শরীরের জন্য খারাপ, আবার কেউ কেউ বলে দুপুরের ঘুম শরীরের জন্য ভালো। তবে বিশেজ্ঞরা বলছেন, দুপুরে কিছক্ষণের ঘুমে রক্তচাপ বা ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে। রাতের ঘুম থেকেও দুপুরের ঘুম অনেক শান্তির হয়। কারণ দুপুরের ঘুম থেকে ওঠার কোনো তাড়া থাকে না।
আপনি কি জানেন দুপুরের কোন সময়টার ঘুম উপকারী?
অনেকের দুপুরে খাওয়ার পর ঘুমানোর অভ্যাস অনেকেরই আছে। দুপুরে খাওয়ার পর বিছানায় একটু শুতে পারলে ভালো হয় বলে অনেকেই মনে করেন। কর্মজীবীরা অনেক সময়ে অফিসের মধ্যেই পাঁচ-দশ মিনিট নিজের চেয়ারে বসেই ঘুমিয়ে নেন। তবে এ ঘুম কি আসলেই শরীরের জন্য উপকারী?
সারাদিনে কাজের পর শরীরে ক্লান্তি আসে। আর এই ক্লান্তি দূর করার জন্য একটু ঘুমের প্রয়োজন। তবে দুপুরের এ ঘুম নিয়ে রয়েছে নানা বিতর্ক। কেউ বলে দুপুরে ঘুমানো শরীরের জন্য খারাপ, আবার কেউ কেউ বলে দুপুরের ঘুম শরীরের জন্য ভালো।
তবে বিশেজ্ঞরা বলছেন, দুপুরে কিছক্ষণের ঘুমে রক্তচাপ বা ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে। রাতের ঘুম থেকেও দুপুরের ঘুম অনেক শান্তির হয়। কারণ দুপুরের ঘুম থেকে ওঠার কোনো তাড়া থাকে না। তাই হাতে একটু সময় থাকলে একটু ঘুমিয়ে নিতে পারেন।
আরো বিস্তারিত জানুনঃ
দুপুরে ঘুমানোর উপকারিতা
কেউ বলে দুপুরে ঘুমানো শরীরের জন্য খারাপ, আবার কেউ কেউ বলে দুপুরের ঘুম শরীরের জন্য ভালো। তবে বিশেজ্ঞরা বলছেন, দুপুরে কিছক্ষণের ঘুমে রক্তচাপ বা ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে। রাতের ঘুম থেকেও দুপুরের ঘুম অনেক শান্তির হয়। কারণ দুপুরের ঘুম থেকে ওঠার কোনো তাড়া থাকে না।
দুপুরে ঘুমানোর অপকারিতা
দুপুরে কিছুটা সময় ন্যাপ নিলে শরীর চনমনে হয় ঠিকই কিন্তু এর বেশ কয়েকটি ক্ষতিকর দিকও রয়েছে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। দুপুরের ঘুমের অভ্যাস আপনার শরীরে বিভিন্ন ক্ষতির সৃষ্টি করতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, যাদের দুপুরে ঘুমানোর অভ্যাস আছে তাদের ডায়বেটিস, কোলেস্টেরল এবং হার্টের সমস্যা হওয়ার ঝুঁকি বেশি।
বিস্তারিতঃ
সতর্কতা-
১. অতিরিক্ত ঘুমের সমস্যা: দুপুরে দীর্ঘ সময় (১ ঘন্টা বা তার বেশি) ঘুমালে মস্তিষ্কে ঝিমঝিম ভাব হতে পারে এবং ঘুম থেকে উঠার পর আরও ক্লান্ত লাগতে পারে।
২. রাতের ঘুমে বিঘ্ন: দুপুরে বেশি ঘুমালে রাতে ঘুমাতে অসুবিধা হতে পারে, যা দীর্ঘমেয়াদে ঘুমের চক্রের ব্যাঘাত ঘটাতে পারে।
৩. ওজন বৃদ্ধি: অত্যধিক দুপুরের ঘুম এবং অল্প শারীরিক কার্যক্রম ওজন বৃদ্ধির কারণ হতে পারে।
সঠিক উপায়ে দুপুরে ঘুমানো-
১. সময়সীমা নির্ধারণ করুন: ২০-৩০ মিনিটের মধ্যেই ঘুম শেষ করুন।
২. সময় নির্বাচন করুন: দুপুর ১টা থেকে ৩টার মধ্যে ঘুমানো উত্তম।
৩. পরিবেশ তৈরি করুন: শান্ত, অন্ধকার, এবং আরামদায়ক স্থানে ঘুমান।